বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের সেক্রেটারি শামীম আহসানকে আটক করেছে পুলিশ। উপজেলার মুন্সীগঞ্জ বাজার এলাকা থেকে সোমবার রাত ১টার দিকে তাকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নেওয়াজ জানান, গভীর রাতে শামীম আহসান তার দলবল নিয়ে মুন্সীগঞ্জ বাজার এলাকায় নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওসি জানান, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও শামিম আহসানকে আটক করে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।