পাথরঘাটা (বরগুনা): বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত।
এতে পাথরঘাটা মহাবিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপনের স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মহাবিদ্যালয় ব্যবস্থাপনার কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
তারা বলেন, পাথরঘাটা মহাবিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি জাতীয় করণ দক্ষিণাঞ্চল তথা পাথরঘাটাবাসীর প্রাণের দাবি। শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সব শর্ত পূরণ করেছে এ কলেজটি।
ইউএনও মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার কলেজ কর্তৃপক্ষকে আশ্বস্ত করে বলেন, দ্রুত স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো হবে।