পাবনার ফরিদপুর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লিটন (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উজেলার নেছড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম লিটন ফরিদপুর ইউরিয়নের সাভার গ্রামের মৃত গোলজার হোসেনর ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এধরনের সংবাদ আমরা পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রদিয়ে তার মাথায় কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা বিস্তারিত পরে জানানো যাবে।
ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকু হত্যাকান্ডের তথ্য নিশ্চিত করে বলেন, লিটন তার মেয়েকে প্রাইভেট পরা শেষে বাড়ী রেখে বাজারের দিকে যাচ্ছিল। এসময় একদল দুর্বৃত্ত এসে তাকে বাড়ীর সামনেই এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তাকে উদ্ধার করে ফরিদুপর সাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতু ঘোষনা করে। তিনি দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দাবী করেন।