সিলেট: সিলেট নগরীর মিরাবাজারে পিকেটারদের ছত্রভঙ্গ করতে ছোড়া পুলিশের রাবার বুলেটে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।
আহত শর্মী দেব নগরীর যতরপুরের বিনোদ বিহারী দেবের মেয়ে। সে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর মিরাবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- রোববার বিকেলে মিরাবাজার থেকে ছাত্রদল নেতাকর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করেন। দুটি বাসসহ ৬টি গাড়িতে ভাঙচুর চালান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পিকেটারদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় বাসার সামনে দাঁড়ানো শর্মী দেবের ডান চোখের নিচে রাবার বুলেট এসে লাগে।
শর্মী দেবের বাবা বিনোদ বিহারী দেব বাংলামেইলকে বলেন, ‘আহত হওয়ার পর শর্মী দেবকে একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লা বাংলামেইলকে বলেন, ‘পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। তবে এসএসসি পরীক্ষার্থী আহত হওয়ার জানা নেই।’