পুলিশের গুলিতে ছাত্রদলকর্মী ও স্কুলছাত্র নিহত

0
Cadpuচাঁদপুর: সদর জোড়পুকুরপাড় এলাকায় ১৮ দলের নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের গুলিতে ছাত্রদলকর্মী রতন (২৫) ও স্কুলছাত্র আলামিন (১৬)  নিহত হয়েছে।
এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ  ঘটনা ঘটে।
নিহত রতন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র। আলামিন এসএসসি পরীক্ষার্থী ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১৮ দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি জোড়পুকুর পাড় এলাকায় আসলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে ছাত্রদলকর্মী রতন ও সদর হাসপাতালে নেয়া পর স্কুলছাত্র আলামিন নিহত হয়।
আহতদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু  মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More