কক্সবাজার শহরে নিজের ছুরিকাঘাতে মোহাম্মদ আলমগীর (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে পুলিশের একটি দল অভিযানে গেলে পুলিশের ভয়ে ঘরের দরজা বন্ধ করে নিজেই নিজের শরীরে ছুরিকাঘাত করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে দুপুর ২টার দিকে মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলমগীর কক্সবাজার শহরের সিকদার মহল এলাকার মোস্তাক আহমদের পুত্র।
পুলিশ এবং নিহত ব্যক্তির স্বজনদের দাবি, তিনি ১০ বছর ধরে মাদকাসক্ত এবং একটি নারী নির্যাতন মামলার আসামি।
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, মোহাম্মদ আলমগীর একটি নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তাকে ধরতে পুলিশের একটি দল তার বাড়িতে যায়। পুলিশকে দেখে ওই ব্যক্তি ঘরের দরোজা বন্ধ করে দেয়। পরে জানালা দিয়ে দেখা যায় ওই ব্যক্তি নিজের ছুরি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করছে। বিষয়টি দেখে তার স্বজনদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। ওখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাইপো মমতাজুল হক জানান, তার চাচা দীর্ঘ ১০ বছর ধরে মাদকাসক্ত। তাই পুলিশকে দেখে নিজের শরীরে নিজেই ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়।