ঝিনাইদহের শৈলকুপা থানায় পুলিশ হেফাজতে থানা হাজতের মাঝে গলায় লুঙ্গি পেঁচিয়ে কাজল মণ্ডল (২৫) নামের এক আসামি আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। নিহত কাজল মণ্ডল কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী থানার রাজাপুর গ্রামের জুলহাস আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, বৃহষ্পতিবার রাতে শেখপাড়া বাজার থেকে কাজলকে আটক করা হয়। এরপর তাকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে সে ওয়াশরুমে লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।