ফেনী সদর হাসপাতাল থেকে গত সোমবার চুরি হওয়া আট মাসের শিশু মেহেদী হাসানকে ছাগলনাইয়া থেকে উদ্ধার করা হয়েছে। মেহেদী ছাগলনাইয়ার পাঠানগর ইউনিয়নের মধ্যম শিলুয়ার জসীম উদ্দিনের সন্তান। মঙ্গলবার রাত পৌনে ১২টায় নাছিরের দীঘি রাস্তার মাথা এলাকার নাঈম উদ্দিন হাজী বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া থানা পুলিশ। এ সময় সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। গত রোববার রাতে মেহেদী হাসান অসুস্থ হলে পরদিন সোমবার সকালে তার মা মোহছেনা বেগম ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আউটডোরে টিকেট কেটে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রাকৃতিক ডাকে সাড়া দিতে লাইনে দাঁড়ানো দুই মহিলাকে মেহেদীকে দিয়ে শিশুর মা টয়লেটে গিলে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যায় ওই দুই মহিলা। এরপর থেকে মাইকিংসহ পুলিশের তৎপরতা শুরু হয় পুরো জেলায়। উদ্ধারের পর ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরীর কোলে শিশু মেহেদী অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২টায় হাসপাতাল থেকে চুরি হওয়া শিশুটিকে ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খাঁন চৌধুরীর নেতৃত্বে পুলিশ উপজেলার নাছিরা দিঘীর রাস্তার মাথা নামক এলকা থেকে উদ্ধার করে। মেহেদীকে পেয়ে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে বলে জানিয়েছেন স্থানীয় পাঠানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল।