বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সামছুল হক নামে আওয়ামী লীগের এক নেতাকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর তাকে হত্যা করা হয়।
নিহত সামছুল হক রাঙ্গামাটি দিদার পাড়া গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে। তিনি ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
রবিবার এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এম এ তারেকের উপস্থিতিতে গ্রামে শালিস বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিরোধ আপোস মীমাংসা করা হয়।
রাত সাড়ে ১২টা পর্যন্ত সামছুল হক রাঙ্গামাটি বাজারে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েককজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে আপোস মীমাংসার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি দলিল করার কথা ছিল। কিন্তু এর আগে সন্ত্রাসীরা সামছুল হককে হত্যা করে।
চেয়ারম্যানের ধারণা নিহতের জামাই মাসুদ রানার বিপক্ষের লোকজন সামছুল হককে খুন করেছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সামছুল হকের বাড়ির আধা কিলোমিটার দূরে রাস্তার পার্শ্বে ধানক্ষেতে লাশ পড়ে ছিল। নিহতের গলা কাটা ছাড়া ও বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে।