২০ দলীয় জোটের ৭২ ঘন্টা হরতালে আজ মঙ্গলবার বগুড়ায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়েছে। ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় এঘটনা ঘটে। পুলিশ চব্বিশ ঘন্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৭ জন নেতাকর্মীেক পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আজ ভোর ৬টার দিকে বগুড়া-নওগা মাহাসড়কের বগুড়া সদরের এরুলিয়া কাফেলা কোল্ড ষ্টোরের পাশে একটি কাভার্ড ভ্যানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় খুব বেশি ক্ষতি হয়নি বলে জানাগেছে। সদর থানার ওসি আবুল বাসার কাভার্ড ভ্যান ভাংচুরের কথা স্বীকার করেছেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার পীলগাছা শাখা শিবিরের সভাপতি আরিফ বিল্লাহসহ ভাংচুর ও নাশকতার মামলায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি ও জামায়াত-শিবির। হরতালের কারণে শহরের বেশির ভাগা দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কিছু অটোরিক্সা ও রিক্সা চলাচল করেছে। পুলিশ পাহারায় মহাসড়কে কিছু দূরপাল্লার যানবাহন চলতে দেখা গেছে।
নিরাপত্তার কাজে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা ব্যাপক তৎপর রয়েছে।