ভারতের জেলেরা অবৈধভাবে বঙ্গোপসাগরের অনুপ্রবেশ করে মাছ শিকারকালে ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে আটক করা হয়েছে। রোববার পটুয়াখালীর চরমোন্তাজ নদীতে মাছ শিকারের সময় তাদের এলাকাবাসী আটক করে। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বঙ্গোপসাগরসংলগ্ন রাঙ্গাবালীর চরমোন্তাজ নদীতে অবৈধভাবে ভারতীয় এমভি শিতারাম নামের ফিশিং বোট নিয়ে মাছ শিকার করতে দেখে এলাকাবাসী বোটসহ ১৩ জেলেকে আটক করেছে। জেলেদের মধ্যে ২ জন ভারতের এবং ১১ জন বাংলাদেশী। পরে রাঙ্গাবালী থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়েছে। আটককৃত জেলেরা হলো-ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পশ্চিম পর্গনা জেলার কাতবিদ থানার নিরাঞ্জন, দিলীপ দাস এবং ভোলার পাঙ্গাশিয়ার গজারিয়া এলাকার পঙ্কজ দাশ, স্বপন দাস, শাহ জালাল খান, আব্দুর রব, নীরব, হারুন, ইসমাইল, আলমগীর, ছাদেক, হোসেন ও জসিম। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফিশিং বোর্ড ও জেলেদের থানায় নিয়ে আসছে। তারা না আনা পর্যন্ত এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
নয়া দিগন্ত