সাতক্ষীরা: জেলার কলারোয়া উপজেলার কেরাগাছী ইউনিয়নের ঠাকুরবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল মজিদ (৩৫) নামে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আব্দুল মজিদ (৩৫) ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পৌর যুবদলের সভাপতি।
পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি মজিদ ও সহিদুল নামে দুই জনকে যশোরের শার্শা থানা পুলিশ গ্রেপ্তার করে। সেখান থেকে হ্যান্ডকাপসহ মজিদ পালিয়ে যায়। এরপর সাতক্ষীরায় গেলে কলারোয়া থানা পুলিশ মজিদকে ফের গ্রেপ্তার করে। সেখান থেকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মজিদ পালানো সময় গুলিবিদ্ধ হয়ে। পরে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সাটারগান ও পাঁচ রাউন্ডগুলি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, মজিদ পৌর যুবদলের নেতা। তাকে গ্রেপ্তার করে পায়ে গুলি করেছে পুলিশ।