এই ধর্ষণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম মোল্লা (২৪) গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামের আমানত মোল্লার ছেলে।
রামপাল থানার এসআই মোহাম্মদ শাহ আলম জানান, শুক্রবার রাতে গৌরম্ভা গ্রামের একটি বাগান থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
১৭ বছর বয়সী ওই তরুণী রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এতে সেলিমসহ চারজনকে আসামি করা হয়।
অন্য আসামিরা হলেন- লোকমান, বাবুল ও সেন্টু। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলম বলেন, এক বছর আগে মোবাইল টেলিফোনে পরিচয়ের সূত্র ধরে পাশের এলাকা খুলনার বটিয়াঘাটার ওই তরুণী শুক্রবার গৌরম্ভা গ্রামের নয়ন নামে তার বন্ধুর বাড়িতে এসেছিলেন।
“নয়ন ও তার আরেক বন্ধু প্রদীপ মেয়েটিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। বিকালে ফেরার পথে উপজেলার আদাঘাট এলাকায় সেলিমসহ চার আসামি তাদের আটকে মেয়েটিকে ছিনিয়ে নেয়। তখন ভয়-ভীতির মুখে নয়ন ও প্রদীপ মেয়েটিকে রেখে চলে আসে।”
পরে চার যুবক গৌরম্ভা গ্রামের একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ওই তরুণী পুলিশকে জানিয়েছেন। গ্রেপ্তার সেলিমও এই অভিযোগ পুলিশের কাছে স্বীকার করেছেন।
গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার এবং সেলিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এস.কে এম