এম. সোলায়মান, বরগুনাঃ রবিবার বরগুনার পায়রা নদীতে ভেসে আসছে একটি অর্ধগলিত বিশাল আকৃতির মাছ। এটি গভীর সমূদ্রের তিমি মাছ বলে ধারনা করা হচ্ছে। রবিবার দুপুরে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে জোয়ারের সময় পায়রা নদীতে প্রবেশ করে মাছটি ভেসে আসতে দেখে তেতুলবাড়ীয়া নামক স্থানে জেলেরা ট্রলারে গিয়ে রশি দিয়ে বেধে কিনারে নিয়ে আসে। মাছটির লেজ ও মাথার কিছু অংশ পঁচে খসে গেলেও বর্তমানে এর দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট ও প্রস্থ প্রায় ৩০ ফুট আছে। জিহ্বার দৈর্ঘ্য ৯ ফুট। মাছটি দেখার জন্য উৎসুক জনতা সেখানে দলে দলে ভিড় করছে।