বরিশাল: বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা থেকে মহানগর ছাত্রশিবিরের সভাপতিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে দক্ষিণ আলেকান্দার জুমির খান সড়কের একটি ভবনথেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মহানগর ছাত্রশিবিরের সভাপতি রহমাতুল্লাহ শিহাব, অর্থ সম্পাদক নিজামউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান, মানবাধিকার সম্পাদক রাসেল তালুকদার, বিএম কলেজ শাখার সভাপতি মুশফিকুর রহমান শাহ্ জালাল, সদস্য মাহবুব আলম, ফজুলল হক, আ. কাদের, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও মারুফ হোসেন।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, অবরোধের নামে নাশকতার লক্ষে ছাত্র শিবিরের কর্মীরা জড়ো হচ্ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আহমদ শিহাবসহ ১২ জনকে আটক করা হয়েছে।
সেখান থেকে সরকার বিরোধী বই,লিফলেট, বিভিন্ন ধর্মীয় বই, কম্পিউটারের সিপিও, লোহার পাইপ ও পেট্রোল উদ্ধার হয়েছে।