বিরোধীজোটের ডাকা টানা অবরোধ ও হরতালের সমর্থনে বরিশাল নগরীর পৃথক দুটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ২০ দলের নেতাকর্মীরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর বরিশাল-লাকুটিয়া সড়কের পুরানপাড়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ২০ দলের নেতাকর্মীরা। এছাড়া বরিশাল-ঝালকাঠি সড়কের নবগ্রাম এলাকার সোনামিয়ার পুল এলাকায় সকাল ৮টায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। অবরোধ ও হরতালের কারণে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।