নোয়াখালী: বেগমগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে ২ অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাধবী (২৬) ও নূপুর(৩০)। তারা দুজনই হিজড়া এবং চৌমুহনী এলাকার হিজড়া পল্লীর বাসিন্দা। আহতদের পরিচয় জানা যায়নি, তাদের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার উপ-পরির্দশক(এসআই) নুরুল আমিন জানান, একটি অটোরিকশা তিনজন যাত্রী নিয়ে চৌমুহনী থেকে বেগমগঞ্জ যাচ্ছিল। এ সময় দোকানঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ওই দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন, আহত হন আরও দুজন।
দুর্ঘটনার পর বাস চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।