নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা: যৌথবাহিনীর অভিযানের মধ্যেই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে শুক্রবার ভোরে দুটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন শাহী বস্ত্রালয়ের মালিক আবদুল্লাহ সরদার। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে নলতা বাজারের মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের ডিলার ও হার্ডওয়ারের দোকান মেসার্স মোড়ল স্টোর ও শাহী বস্ত্রালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দোকানে ঘুমিয়ে থাকা শাহী বস্ত্রালয়ের মালিক আবদুল্লাহ সরদার দগ্ধ হন। পরে কালিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে, কালো মুখোশধারী অজ্ঞাত দুর্বৃত্তরা শুক্রবার ভোর রাতে কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর বাজারে বিএনপি ও জামায়াত সমর্থিত ১০ জন ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এছাড়া একই সময় উপজেলার রামনগর এলাকায় জামায়াত সমর্থিত ৪/৫ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আযম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, কারা আগুন লাগিয়েছে বা কী কারণে আগুন লাগানো হয়েছে তা অনুসন্ধানের চেষ্টা করছে পুলিশ।