কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে শহরের চকবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে এ্যানির মুক্তি দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল ও পৌর সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল মাহমুদ রাশেদ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল খালেদ, পৌর ছাত্রদলের কোষাধ্যক্ষ আবদুল আজিজ, ছাত্রদল নেতা মেহেদী হাসান রাসেল ও রাহাত হোসেন অর্ধশতাধিক নেতাকর্মী।
প্রসঙ্গত, ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা এ্যানি নাশকতার নয়টি মামলায় আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো হলো ২০১৫ সালের পল্টন থানার নাশকতার সাত মামলা ও মতিঝিলের একটি মামলা এবং ২০১৩ সালে সূত্রাপুর থানার একটি মামলা বলে জানা যায়।