
সোমবার ভোররাতে সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত আহাদ পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে ভারত অংশের ২০০ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই আহাদ নিহত হলে সঙ্গীরা তাকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসেন।
বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।