বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে আহম্মদ ছফা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ছফা বরের বড় ভাই ছিলেন। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন- জাহিদুল, রুহুল আমিন, আজিম, আজিজুল হক ও হোসেন আহম্মদ।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নে বাকগোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা বিয়ের বাড়িতে হানা দিয়ে গুলি চালাতে থাকে। এতে বরের বড় ভাই নিহত হন। এসময় তারা বিয়ের বাড়িতে আসা অতিথিদের নগদ টাকা, মূল্যবান উপহারসহ প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।