‘দাবি মোদের একটাই বিরামপুরে জেলা চাই’ এই স্লোগানকে সামনে রেখে বিরামপুর পেশাজীবী পরিষদ দিনাজপুরের বিরামপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার দুপুরে বিরামপুর উপজেলাকে জেলার দাবিতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার ঢাকা মোড় থেকে বের হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, বিরামপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর শওকত আলী ,মিজানুর রহমানসহ আরো অনেকেই। মানববন্ধন শেষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।