টঙ্গী থানা ইয়ুথ ক্লাবের উদ্দ্যোগে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টঙ্গী রেলওয়ে স্টেশন ও আশ পাশের এলাকায় ফুটপাতে থাকা পথশিশু ও সাধারণ মানুষকে ফুলের শুভেচ্ছা ও খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে রোববার বিকেলে টঙ্গী থানা শাখার সভাপতি হুমায়ুন কবির বাপ্পির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক ইমরান খান হৃদয়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান সরকার বাবু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এহসানুল আলম, টঙ্গী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আসরাফুল আলম, পারভেজ আহম্মেদ, রাসেল বেপারি, শাহিন হোসেন, নুর আলম, পলক আহম্মেদ, আক্তার হোসেন প্রমুখ।
এই প্রথমবারের মত বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুটপাতে থাকা সাধারণ মানুষ রান্না করা খাবার পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠে। গাজীপুর ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম দ্বীপ বলেন ‘এ বছরের ন্যায় প্রতি বছরই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফুটপাতে থাকা সাধারণ মানুষের মাঝে ফুলের শুভেচ্ছা ও খাবার বিতরণ করা হবে।’
Prev Post