গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকায় সোমবার দিবাগদ রাত সোয়া ৩টার দিকে একটি বিয়ের বাস রাস্তার পাশের খাদে পড়ে। এসময় নব দম্পতিসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সুন্দরগঞ্জ উপজেলার থ্যালথেলির বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর ও কনেসহ ৬০ জনের বরযাত্রী বাসে করে জেলা শহরের খানকাশরীফ এলাকায় ফিরছিলেন। বাসটি বেড়াডাঙ্গা এলাকায় পৌঁছলে ঘনকুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা নব দম্পতি ও শিশুসহ ৩০ জন নারী-পুরুষ আহত হন।
পরে খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Prev Post