[ads1]বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, ধর্ষকের নিকট হতে ৫০ হাজার টাকা আদায় করে প্রতারনা করে ইউপি সদস্য।
উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে কোনপাড়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী আরজিওনা খাতুন (১৪)কে গত শনিবার সন্ধ্যায় বাড়ীর পাশে টিউবওয়েলে হাত-মুখ ধুইতে গেলে প্রতিবেশী আছিম উদ্দিনের ছেলে কলেজ ছাত্র বুলু ইসলাম (১৯) তার মুখ চিপে ধরে পাশের ভূট্টাক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। মাদ্রাসা ছাত্রী চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় সালিশ মিমাংশা নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় মারপিট হয়। ছাত্রীর বাবা আজিজুল ইসলাম অভিযোগ করে জানান এলাকার নব-নির্বাচিত ইউপি সদস্য বুলবুল আহাম্মেদ লিটন সালিসের নামে ৫০ হাজার টাকা ধর্ষকের কাছে আদায় করেছে। যার কোন টাকা আমাকে দেয়নি। আদায়কৃত সমুদয় টাকা নতুন মেম্বার আত্মসাত করেছে। নব-নির্বাচিত ইউপি সদস্য আমাদেরকে পাহাড়া দিয়ে রেখেছে থানায় মামলা করতে যেতে দিচ্ছে না। এলাকার সচেতন নাগরিক এ্যাডঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। [ads2]