বেনাপোলের কেষ্টপুর গ্রাম থেকে একটি ওয়ান শুটার পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি রামদাসহ ইমরান (২৫) নামে এক যুকবকে মঙ্গলবার দুপুরে আটক করেছে পুলিশ। আটক ইমরান ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বায়েজিদ হোসেন নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়ে গোপন বৈঠক করছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইমরান নামে এক সন্ত্রাসীকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি রামদা পাওয়া যায়। তবে এ সময় অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
Next Post