[ads1]ব্রাহ্মণবাড়িয়া: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেলার আখাউড়ায় সাইফুল ইসলাম (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়ন ও হান্নান নামে দুই কনস্টেবলও।
রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টানমান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলামেইলকে জানান, রাতে টানমান্দাইল লোহার ব্রিজের সামনে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ডাকত সদস্য সাইফুল মারা যান। তবে বাকি ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।[ads2]
ওসি আরও জানান, এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চাপাতি, ছোরা ও রামদা উদ্ধার করা হয়েছে।