পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রাম থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে। এসময় ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম পশরী বুনিয়া গ্রামবাসীর হাতে আটক মেছো বাঘটি অসুস্থ অবস্থায় তাদের কাছ থেকে উদ্ধার করে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে নিয়ে আসে। সেখানে বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলিম জানান, বাঘটিকে প্রচুর প্রহার করার ফলে বেশি অসুস্থ হয়ে পড়েছে। বাচার সম্ভাবনা খুবই কম। তবে যদি সুস্থ্য হয় তা হলে বন বিভাগের মাধ্যমে সেটি খুলনা সেনা বাহিনীর চিড়িয়াখানায় আগ্রহ প্রকাশ করায় সেখানে দেয়া হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘটি ভাণ্ডারিয়া প্রাণী সম্পদ কার্যালয়েই চকিৎসাধীন রয়েছে।
Prev Post
Next Post