বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম প্রহরে প্রেম প্রত্যাখ্যাত হয়ে বরিশালের আগৈলঝাড়ায় স্মৃতি আত্মহুতি দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারপাইকা গ্রামের মন্টু ঘরামীর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী স্মৃতি ঘরামীর সাথে একই এলাকার বিজয় রায়ের ছেলে রাম কৃষ্ণ রায়ের প্রেমের সম্পর্ক চলছিল। রাম কৃষ্ণ ঢাকায় পড়ালেখার পাশাপাশি চাকরি করতেন।
তিন দিন আগে সরস্বতী পূজা উপলক্ষে রামকৃষ্ণ বাড়ি আসেন। শনিবার বিকেলে রামকৃষ্ণ স্মৃতির ভালবাসার সম্পর্ক প্রত্যাখ্যান করেন। ওই রাতেই স্মৃতি ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে স্মৃতি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খবর পেয়ে এসআই আবুল কাশেম লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠান। এঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হয়েছে নং-৭।
এসআই কাশেম স্মৃতির বাবার বরাত দিয়ে আরো জানান, স্মৃতি বিষপানের আগে দু’টি চিঠি লিখে রেখে গেছে। তাছাড়া তার মোবাইল ফোনেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।
স্মৃতির পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।