ভৈরবে রোববার ভোরে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— রাকিবুল ইসলাম রাব্বী (২২), বাবু (২৩) ও শামীম (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শম্ভুপুর কবরস্থান থেকে একটি দেশীয় অস্ত্র (ইয়ারগান) উদ্ধার করে পুলিশ। ইয়ারগানের ওপরে শামীম নাম লেখা থাকায় পরে ওই এলাকা থেকে শামীম নামে এক যুবককে গ্রেফতারসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করে পুলিশ তাদের জেল হাজতে পাঠিয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার মানবকণ্ঠকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে শম্ভুপুর কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র (ইয়ারগান) উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
Prev Post
Next Post