বরগুনা আলিয়া মাদ্রাসার প্রাক্তন আরবি প্রভাষক এবং বেতমোড় ফাজিল মাদ্রাসার প্রিঞ্চিপাল মাওলানা আব্দুল হালিম গুরুতর আসুস্থ (হৃদ রোগ)। বর্তমানে তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে লাইফ সাপোর্ট এ আছেন। তার আগে থেকেই কিছু হৃদ জনিত সমস্যা ছিল। তবে গত শুক্রবার তার নিজ বাড়িতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরলে, তাকে নিয়ে তার পরিবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। কিন্তু হাসপাতালে সুচিকিৎসা না পাওয়ার কারনে এবং ডাক্তারদের কাছ থেকেও তেমন কোন সাড়া না পেয়ে, তার স্ত্রী এবং শ্যালক তাকে নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ,মিরপুর ঢাকাতে ভর্তি করান।
তাই তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।