মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে সাইফার বিশ্বাস (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সাইফার বিশ্বাস আমুড়িয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইফার মাছ ধরতে বিলে যাওয়ার সময় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাগুরা থানা পুলিশ ঘঁটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। পুলিশ একজনকে আটক করেছে। রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।