মাগুরার শালিখা থানা পুলিশ দ্রুত বিচার আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত চরমপন্থী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার সকালে শালিখা উপজেলার সিংড়া গ্রাম থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত দুই চরমপন্থী সদস্য হচ্ছে- শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামের দুধসা বিশ্বাস ও মশাখলী গ্রামের নজরুল ইসলাম।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল ইসলাম খান জানান, ২০০২ সালের ২ ফেব্রুয়ারি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় পাশ্ববর্তী কালিগঞ্জ থানায় চরমপন্থী দলের সদস্য দুধসা ও নজরুল-এর নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ঝিনাইদহ জেলার বিজ্ঞ দ্রুত বিচার আদালত গত বছর ৯ নভেম্বর তাদের দুজনকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পলাতক থাকায় আদালত তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরও তারা আত্মসর্মপন না করে পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশ গতকাল সকালে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হবে।
Prev Post