চাঁদপুর: রোববার ৫ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনাসহ দেশের ১৪টি জেলার সব নদ-নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ। প্রজনন মওসুম হিসেবে মা ইলিশ রক্ষায় সরকার ১১ দিনের জন্য ইলিশ আহরণ প্রক্রিয়াজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে।
ইলিশ প্রজনন কর্মসূচি সফল করতে ইতোমধ্যে চাঁদপুরে নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। অভিযান চলাকালে প্রজনন ক্ষেত্র সমূহে কোনো প্রকার জাল ফেলা, মাছ ধরা যাবে না। আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, ইলিশের সর্বোচ্চ প্রজনন হিসবে আশ্বিনের ভরা পূর্ণিমার আগের ৩ দিন, পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের ৭ দিন এই ১১ দিন মা ইলিশ ডিম ছাড়ার জন্য সাগর থেকে মোহনায় এবং নদ-নদীতে উঠে আসে।
ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে ৫ থেকে ১৫ অক্টোবরের এ সময় চিহ্নিত করা হয়। যাতে ইলিশ প্রজনন এলাকায় নিরাপদে ডিম ছাড়তে পারে। আর তাই মাছ ধরার এ নিষেধাজ্ঞা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।