হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুবরাজ বানু (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন।
সোমবার দুপুর ১২টায় মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুবরাজ বানু শিবজয়নগর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রুবেল মিয়া (২০), নাসির মিয়া (৩০), দীনা বেগম (২৫), আনাই মিয়া (৩৫) ও হেলেনা বেগমকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুবরাজ বানুর সঙ্গে বাড়ির পাশের একটি জমি নিয়ে তার ভাই সৈয়দ মিয়ার ছেলে হিরা মিয়ার পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুবরাজ বানু নিহত হন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাসিত জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।