ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডাঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় লতিফ খান (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য স্থানীয় ধানকোঁড়া গ্রামের মৃত আদালত খানের ছেলে। গোলড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. একেএম মিজানুল হক জানান, রাস্তা পার হওয়ার সময় মো. লতিফকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।