‘মুক্তিযুদ্ধ কোন একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়’

0

iqbalমুক্তিযুদ্ধ  কোন একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়। শুধু ৭ই মার্চ আর বঙ্গবন্ধুর কথা নয়, মুক্তিযুদ্ধে অবদান রাখা সবাইকে সম্মান দেয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করা সম্ভব। রোববার বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস নয়নপুর মাঠে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ্ চেীধুরী  এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষকের মান মর্যাদা দেয়ার দায়িত্ব সরকারের, শিক্ষকেরও প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে।
প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি ঊনসত্তরের ২৪ জানুয়ারি নবকুমার স্কুলের ছাত্র কিশোর মতিউরের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধে দল মত নির্বিশেষে সকলের অবদানকে স্বীকার করতে হবে। খুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমরা বুড়ো হয়েগেছি। তোমাদের হাতেই দেশের দায়িত্ব পড়বে। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবেনা, নিজেকে দেশপ্রেমিক উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান আয়োজক কমিটি আহ্বায়ক এস এম মিজানুর রহমান, সদস্য সচিব মিঠুন সিদ্দিকী, স্কুল পরিচালনা পর্ষদ, অভিভাবক, এলাকাবাসী, সাংবাদিক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে গার্ড অব অনারের পর শিক্ষার্থীরা হাজার হাজার দর্শকের সামনে ডিস প্লে, ড্রামবেল বিল ও নৃত্য পরিবেশন করে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More