মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

0

download (1)মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তৈতুতলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং চারজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তৈতুতলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ককটেল ব্যবহার করা হয়। এতে দুগ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়।

গজারিয়া থানার ওসি তদন্ত আবু বকর সিদ্দিক জানান, ঘটনা স্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, তবে তার পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম মনসুর প্রধান (৬৫)।

সংঘর্ষে তৈতুতলা গ্রামের গেদু দেওয়ানের স্ত্রী মোসা. হোসেনেয়ারা(৪৮), দেলোয়ার হোসেনের স্ত্রী আইভী আক্তার(৩৪), ইকবাল মিয়ার স্ত্রী নাসিমা (৩০) ও  খোকা দেওয়ানের ছেলে মানিক গুলিবিদ্ধ হয়েছে।

গজারিয়া থানার এসআই মো. হায়দার আলী রাত ১০টায় জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌদ্দ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করেছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More