সিলেট: সিলেট কদমতলী বাস টার্মিনালে দু’টি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মুক্তিযোদ্ধা চত্বরস্থ রুচি ও বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ হামলা চালানো হয়।
জানা গেছে, মে দিবসে সিলেটের সব রেস্টুরেন্ট বন্ধ থাকলেও কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরস্থ রুচি ও বিসমিল্লাহ রেস্টুরেন্ট খোলা রাখা হয়। পরে হোটেল শ্রমিক ইউনিয়নের নেতারা উভয় রেস্টুরেন্টের মালিক পক্ষকে রেস্টুরেন্ট বন্ধ রাখার জন্য অনুরোধ জানায়। কিন্তু ওই দুই রেস্টুরেন্টের মালিক তাদের অনুরোধ না রেখে রেস্টুরেন্ট খোলা রাখেন।
এ অবস্থায় শ্রমিকরা উত্তেজিত হয়ে রেস্টুরেন্ট দু’টিতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘মে দিবসে রেস্টুরেন্ট খোলা রাখায় এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
বাংলামেইল২৪ডটকম