রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩

0

rajbariরাজবাড়ীতে মাদকদ্রব্যসহ শাপলা বেগম (২৫) ও তার স্বামী নীল চাঁদ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। নীল চাঁদ ওই জেলার বালিয়াকান্দির বহরপুর খালকুল গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে। এছাড়া গোয়ালন্দ পৌরসভার  সরদার পাড়ার নিজ বাড়ি থেকে ৪৫০পিস ইয়াবাবড়িসহ আবুল কালাম শেখ ওরফে লাশ কালামকে (৩৫) গ্রেফতার করেছে করেছে র‌্যাব-৮।

[ads1]
পুলিশ জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনার নেতৃত্বে শনিবার বিকেলে দৌলতদিয়া পুড়াভিটা এলাকার তাজু শেখের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় ঘর থেকে ৯০গ্রাম হেরোইন ও বোতল ফেনসিডিলসহ শাপলা বেগম এবং তার স্বামী নীল চাঁদকে আটক করে। এছাড়া তাদের ঘর থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ১০ হাজার ৮৯০ টাকা জব্দ করে। পরে রাতেই তাদেরকে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে পুলিশে সোপর্দ করা হয়।
তবে শাপলা বেগম এবং তা স্বামী নীল চাদের দাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের ঘর থেকে জমাকৃত নগদ এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া কোন মাদকদ্রব্য পায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা অভিযোগ অস্বীকার করে জানান, শাপলা একজন নামকরা চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ১টি ও গোয়ালন্দঘাট থানায় আরো ৩টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
অপরদিকে শনিবার রাতে ফরিদপুরের অভিযান চালিয়ে গোয়ালন্দ পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়ার নিজ বাড়ি থেকে ৪৫০পিস ইয়াবাবড়িসহ আবুল কালাম শেখ ওরফে লাশ কালামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮। সে স্থানীয় আবদুর রহমান শেখের ছেলে। এ ঘটনায় শনিবার রাতেই তাকে থানায় সোপর্দ শেষে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
গোয়ালন্দঘাট থানার এসআই আমিনুল ইসলাম জানান, উভয় আসামিকে রোববার দুপুরে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। [ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More