রামুতে হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

0

ramuকক্সবাজারের রামুতে হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে রামুর রাজারকূল ইউনিয়নের সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরেশ বড়ুয়া (৫২)। তিনি রামুর রাজারকূলের রাংকূট বড়ুয়া পাড়ার মৃত দিনমোহন বড়ুয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে রামু থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, সকালে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন পরেশ বড়ুয়া। এ সময় তার সঙ্গে আরও ২ জন কাজের সঙ্গী ছিল। যাওয়ার পথে সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় ৩/৪টি হাতির একটি দল তাদের উপর হামলে পড়ে। হাতির আক্রমণে ২ সঙ্গী পালিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলে পদপিষ্ট হয়ে পরেশ বড়ুয়া মারা যান। পরে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More