লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শিবপুর গ্রামে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে পুকুরের মালিক সালাহ উদ্দিন রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে সালাহ উদ্দিন তাঁর পুকুরে মাছ চাষ করে আসছেন। পূর্ব শক্রতার জের ধরে রাতের যে কোন সময় পুকুরে বিষ ঢেলে দেয়া হয়। সকালে লোকজন পুকুরে রুই, কাতলসহ অর্ধলক্ষাধিক টাকার বিভিন্ন মৃত মাছ ভেসে উঠতে দেখে।
ক্ষতিগ্রস্থ সালাহ উদ্দিনের ধারনা, পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিতভাবে একই এলাকার শাকিল ও হোসেনের সঙ্গে তার পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করেন শাকিল ও হোসেন।
এ ব্যাপারে রায়পুর থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে
Prev Post
Next Post