রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতি

0

dakatiনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির লোকজনকে বেধে রেখে নগদ টাকা স্বর্ণলংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করেছে। সোমবার ভোররাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বাড়ির মালিক ঈমান উদ্দিন জানান, সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে একদল মুখোশধারী ডাকাত তার বসত ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাকেসহ তার স্ত্রী মর্জিনা বেগম ও শাশুড়ি গোলবাহারকে বেঁধে ফেলে।
এ সময়  ডাকাতদল ওয়্যারড্রপ ভেঙ্গে দুই ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয়। এই ঘটনায় ইমাম উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More