লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর আবুল কালাম (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা শহরের হ্যাপি সিনেমা হল সংলগ্ন রহমতখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম সদর উপজেলার চররুহিতা গ্রামের মৃত মোবারক আলীর পুত্র।
এদিকে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজনরা। এসময় এলাকাবাসী ও নিহতের স্বজনদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের স্বজনরা জানান, বেশ কয়েকদিন ধরে আবুল কালাম লক্ষ্মীপুর পৌর শহরের হ্যাপি সিনেমা হল এলাকায় নির্মাণাধীন সাজিদা মঞ্জিলে নির্মাণ ঠিকাদার মো. ইউছুপের তত্ত্বাবধানে কাজ করে আসছেন। গত মঙ্গলবার সকালে কালাম কাজে এসে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে লক্ষ্মীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার সকালে রহমতখালী খালে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজরা ঘটনাস্থলে এসে আবুল কালামের লাশ সনাক্ত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এসময় নিহতের স্বজনরা হত্যার অভিযোগ এনে নির্মাণাধীন ভবনে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের ভাই হোসেন আহম্মদ বলেন, পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে খালে লাশ ফেলা দেয়া হয়েছে। তবে কারা, কি কারণে তার ভাইকে হত্যা করেছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, থানায় নিখোঁজের ডায়েরি ছিল, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
Prev Post