চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস চাপায় হাবিবুর রহমান (৫২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেল চালক আবদুর রহমান (৪০) আহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। হতাহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকায়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘ব্যক্তিগত কাজে মোটরসাইকেল যোগে লোহাগাড়া থানায় এসেছিলেন তারা। কাজ শেষে ফেরার পথে কক্সবাজারমুখী দূরপাল্লার হানিফ পরিবহনের একটি বাস ((ঢাকামেট্রো-১৪-৩৭৩৬) ) তাদেরকে পেছনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান এসআই নুরুল ইসলাম।