শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রদের থাকা একটি মেসে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। তবে এ চুরির ঘটনা ছাত্রলীগের দিকে ইঙ্গিত করা হয়েছে। খোদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ৩ টায় সৈয়দ মুজতবা আলী হলের পার্শ্ববর্তী মা মঞ্জিল ছাত্রাবাসে এ চুরির ঘটনা ঘটে । জানা গেছে, চোরেরা রাত সাড়ে ৩ টায় মেসে ঢুকে ১৬ টি এনড্রয়েড মোবাইল, নগদ টাকা-পয়সা ও নতুন জামাকাপড় নিয়ে যায়। এ সময় তারা ল্যাপটপ নেড়েচেড়ে দেখে না নিয়ে চলে যায়।
মেসের ছাত্র সালেহীন আল মেহেদী জানান, চোররা তাদের হুমকি-ধামকি দিয়ে জিনিসপত্র নিয়ে গেছে। তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনার অনেক পর মেসটি পরিদর্শন করে যায়। জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, চুরির ঘটনাটি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।