মাগুরা: মাগুরার শালিখা উপজেলার শতখালি এলাকা থেকে ভোরে ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মনিন্দ্রনাথ দত্ত (৪৪) নামে এক বাস যাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক মনিন্দ্র সাতক্ষীরার তালা উপজেলার বেতুয়া গ্রামের মৃত নরেন্দ্রনাথ দত্তের ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মনিন্দ্রের ব্যাগে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
মনিন্দ্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম