মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর হাজরা চ্যানেল থেকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর চাঁন মিয়া মোল্লা (৫৫) নামের এক বালু বহনকারী বলগেট চালকের লাশ হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
নিহত চানমিয়া উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামের বাসিন্দা মৃত ছায়ের মোল্লার ছেলে।
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ৮ দিন আগে পদ্মা নদীতে বালু বহনকারী মারুফ-তুষার নামের বলগেট চালক চাঁন মিয়া মোল্লা শিবচরের ছিরু চৌধুরীর হাট এলাকা থেকে নিখোঁজ হন।
সোমবার বিকেলে চান মিয়া মোল্লার মৃতদেহ হাত পা বাধা অবস্থায় পদ্মা নদীর হাজরা চ্যানেলের মুখ থেকে উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, এই ঘটনা কিভাবে ঘটেছে, এর সঙ্গে কারা কারা জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Prev Post
Next Post