ঘন কুয়াশার কারনে শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটে আজ শনিবার মধ্য রাত ১২ টা থেকে ফেরি পারাপার বন্ধ রয়েছে। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ৯ শতাধিক যাত্রী নিয়ে নোঙর করেছে ৫ টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার(বিআইডবি¬উটিসি) ব্যবস্থাপক (বানিজ্য) আব্দুল আলীম জানান, গত রাত ১২ টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৫ টি ফেরি মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়।
তিনি আরো জানান, ঘাট এলাকায় পরিষ্কার দেখা যায় তবে ফেরি গুলো নৌ চ্যানেলে ঢুকলে ঘন কুয়াশায় সামনের দিকে কিছুই দেখা যায় না। আর ফগ লাইট গুরো কাজ করে না। এছাড়া শিমুলিয়া ঘাটে যানবাহন বোঝাই করা ৪ টি ও কাওরাকান্দি ঘাটে থেকে ৩ টি ফেরি ছাড়ার অপেক্ষায় রয়েছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক পন্য বাহী ট্রাক , দুরপাল্লার বাস সহ ,ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় পাড়াপারের জন্য যানবাহনের সাড়ী লাইন র্দীঘ হচ্ছে।
অপর দিকে হাসাড়া ফাড়ী সার্জেন্ট মো: হাসান জানান, ঢাকা মাওয়া মহাসড়কে ঘন কুয়ামার কারনে যানবাহন চলাচল খুব কম করছে। যা চলছে খুব ধির গতিতে হ্রন বাজিয়ে ও ফগ লাইট দিয়ে।