প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবন্ধীদের কল্যাণে সেবা প্রদানের অংশ হিসেবে শ্রীপুরে প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি সেবা প্রদান করা হয়।
বুধবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ মাঠে ভ্রাম্যমাণ মোবাইল থেরাপী সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্ডল বুলবুল, উপজেলা সমাজ সেবা অফিসার শংকর শরণ সাহা, উপজেলার সমাজসেবা অধিদফতরের পরিচালনায় ২৭ ও ২৮ জানুয়ারি ২ দিনব্যাপী এই ভ্রাম্যমাণ মোবাইল সেবায় প্রতিবন্ধীদের চিকিৎসাসহ বাত-ব্যাথা, স্ট্রোক-প্যারালাইসিস, অকুপেশনাল থেরাপী ও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী সেবা দেয়া হবে। প্রথম দিনে উপজেলার ১৪৩ জনকে এ সেবা দেয়া হয়।